জামালগঞ্জ(সুনামগঞ্জ):প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাথনগর গ্রামের ইয়াসিন মিয়া ও সাচনা বাজারস্থ সুজন সন্চয় ঋণদান সমবায়সমিতি লিঃ এর উদ্দ্যােক্তা হাসের খামার করে সফলতার দার প্রান্তে তিনি বেশ কয়েক মাস যাবত উপজেলা পশু সম্পদ অধিদপ্তরের সেবা ও পরামর্শ ক্রমে ০৩(তিন)হাজার হাসঁ লালন পালন করায় বর্তমানে তিন হাজার হাসের মধ্যে প্রায় ০২হাজার হাসেঁ ডিম দেয়ায় ইয়াসিন মিয়ার প্রতিদিন প্রায় তিন হাজার টাকা। তার পরিবারের সদস্যরা আয়ের মুখ দেখায় খুব খুশি এব্যাপারে খামার মালিক ইয়াসিন কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার খামার করার লাভবান হওয়ার পিছনে সুজন সন্চয় ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদ নেহার দেবনাথের কৃতিত্ব কারন উনিআমাকে পরামর্শ ও ঋণদিয়ে
সাহায্য করায় আমি এপর্যন্ত সমলতা পেয়েছি। সুজন সন্চয় ঋণদান সমবায়সমিতির কর্মকর্তা নেহার দেবনাথ জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা এলাকার ব্যাবসায়ীরা সংস্থা টি করেছি প্রান্তিকও ক্ষুদ্র ব্যাবসায়ী এবং নিম্ন আয়ের মানুষদের ক্ষুঋদানের কর্মসূচীর আওতায় এনে সাবল্মভী করার চেষ্টা করা,যদি তারা উপকার ভোগী হয় আমরা শান্তি পাব। ইয়াসিনের আনন্দ দেখে আমরা সমিতির সবাই আনন্দোদিত।