স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবীর আলমের অনুপস্থিতিতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃনূরে আলম সিদ্দিকী, অত্র বিদ্যালয়ের গভর্নিংবডির সাবেক সভাপতি মোঃআব্দুল হান্নান,সদস্য ফখর উদ্দিন কনু শাহ,লিটন দাস,হারুনুর রশীদ, এছাড়াও বিদ্যালয়য়ের সকল শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।