স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ পৌর শাখার তত্ত্বাবধানে ষোলঘর এলাকাবাসীর উদ্দোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত্রে ষোলঘরস্হ দ্বীনি সিনিয়র ফাজিল মাদরাসা মিলনায়তনে ষোলঘর ইউনিটের সভাপতি আব্দুস শহীদ গাজীর সভাপতিত্বে, সেক্রেটারি শামসুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার সিনিয়র উপদেষ্টা সুনামগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস্উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, সুনামগঞ্জ সদর ইউকে কল্যাণ সভাপতি তাজউদ্দীন আহমদ ফরিদ, পৌর জামায়াতের সেক্রেটারি মাও:মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ পৌর শাখার সভাপতি মু জসিম উদ্দিন, মামুনুর রশীদ পীর সহ স্হানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেহনতী মানুষের প্রিয় সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশন শ্রমিকদের নায্য অধিকার আদায়ের লক্ষ্য কাজ করে যাচ্ছে।
বিগত ফ্যাসিস্ট সরকার আপনাদের সাথে আমাদের মিশতে দেয় নাই। জেল -জুলুম,নির্যাতন করে আমাদের একঘরে করে রেখেছিল। আপনাদের সুখ-দূঃখ অনুভূতি আমাদের ভাগাভাগি করতে দেয় নাই।
তিনি আরো বলেন, পট পরিবর্তনের পর আপনাদের সাথে ভালোভাবে মেশার সুযোগ হয়েছে। আপনাদেরকে সাথে নিয়ে শ্রমিকদের সকল সমস্যার সমাধান ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।