স্টাফ রিপোর্টার:
শান্তিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০আগস্ট) বিকালে শান্তিগঞ্জ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের মনোনীত সংসদ পদপ্রার্থীকে সামনে রেখে আসন্ন নির্বাচনে দুই উপজেলা—জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার ঘোষণা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ বলেন—
“সংগঠনের ঐতিহ্য ও আদর্শ রক্ষায় এবং মনোনীত প্রার্থীকে বিজয়ের মঞ্চে তুলে ধরতে সবাইকে এক কাতারে মিলেমিশে কাজ করতে হবে। জনগণ জমিয়তের পক্ষে আছে, তাই আমাদের আরও দৃঢ়ভাবে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন—
উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ,
সহ-সভাপতি মাওলানা শাহনুর আলম,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই সহ-সাধারণ সম্পাদক মাওলানা গুলজার আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ,মাওলানা জাহাঙ্গীর খান,মাওলানা আকমাল হোসাইন,
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ বৈঠকে উপস্থিত থেকে সংগঠনের কর্মপরিকল্পনা নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।
বৈঠক শেষে নেতৃবৃন্দ এক কণ্ঠে অঙ্গীকার ব্যক্ত করেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।