স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ৩ আসনের জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরী ২৯ আগস্ট, শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা মাসরুর কাসেমীর সাথে বৈঠকে মিলিত হন।
এ সময় মাওলানা হাম্মাদ গাজিনগরী জমিয়তের প্রবীণ মুরব্বী ও বরেণ্য বুযুর্গ আলেম মাওলানা সৈয়দ আব্দুন নূর রাহ. এর মাকবারা জিয়ারত করেন এবং নেতাকর্মীদের সঙ্গে স্মৃতি চারণ করেন।
উক্ত বৈঠকে জমিয়ত সভাপতি মাওলানা মাসরুর কাসেমী বলেন, সুনামগঞ্জ ৩ আসন জমিয়তের আসন। এই আসনে জমিয়তের কর্মীরা অতীতে জীবনবাজি রেখে কাজ করে গেছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এইবার জমিয়ত মনোনীত মাওলানা হাম্মাদ গাজিনগরীকে খেজুর গাছ মার্কায় বিজয়ী করতে জমিয়তের সকল ইউনিটের দায়িত্বশীল ও কর্মীরা জীবনবাজি রেখে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, গত ২৩ আগস্ট সুনামগঞ্জ ৩ আসনের জনগণ জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরীকে শানদারভাবে বরণ করেছে যা সত্যিই আনন্দের ও আশাজাগানিয়া। এবং তিনি জমিয়তের এই জোয়ারকে কাজে লাগিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের জমিয়ত নেতা মাওলানা সৈয়দ রশীদ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা জাহাঙ্গীর খান, শাহারপাড়া ইউনিয়নের যুব জমিয়ত নেতা মাওলানা আখতার হুসাইন, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ হাবীব সালেহ, ছাত্রনেতা হাফিজ সৈয়দ মারগুব প্রমূখ।