স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি লুতফুর রহমান, জেলা কৃষকদলের সদস্য ফারুক মিয়া, বিএনপি নেতা চেরাগ আলী, এমদাদ হুসেন, আবুল খয়ের, আব্দুল কুদ্দুস, নিম্বর আলি, আলি হুসেন, যুবদল নেতা হাবিবুর রহমান, নজির আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ