জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীরামিসি চাঁদবোয়ালী গ্রামে আলোচনার কেন্দ্রে চলে এসেছে প্রবাসী তাহের মিয়ার নতুন ষাড় “সাদা ডলপিং”।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হাজী আব্দু রউফের ছেলে ইতালি প্রবাসী তাহের মিয়া দীর্ঘদিন ধরেই প্রবাসে বসবাস করছেন। তবে প্রবাস জীবনের ব্যস্ততা তাঁর শখকে থামাতে পারেনি। শৈশব থেকেই তিনি বড় বড় ষাড় লালন-পালনের শখ নিয়ে বেড়ে উঠেছেন। সেই টানেই তিনি ইতালি থেকে বাংলাদেশে এসেছেন তাঁর নতুন ষাড় “সাদা ডলপিং” দেখতে।
তাহের মিয়া জানান, “আমি ছোটবেলা থেকেই বড় ষাড় লালন-পালন করি। তবে আমি কখনোই ষাড় লড়াইয়ের জন্য তৈরি করি না, এটা আমার শখ ও ভালোবাসা। প্রবাসে থেকেও ষাড়ের প্রতি মায়া কমেনি। তাই দেশে ফিরেই আমি আমার নতুন ষাড়টিকে দেখতে এসেছি।”
গ্রামের সাধারণ মানুষও এই নতুন ষাড়কে ঘিরে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। এলাকাবাসীর অনেকে বলেন, তাহের মিয়ার পালিত ষাড়গুলো সবসময় আকারে বড় এবং আকর্ষণীয় হয়। এবারও তাঁর নতুন ষাড় “সাদা ডলপিং” দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ।
ষাড়টি শুধু একটি পশু নয়, বরং তাহের মিয়ার কাছে ভালোবাসা ও আবেগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই গ্রামজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তাঁর নতুন শখের ষাড় “সাদা ডলপিং”।