ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের একস অভিযানে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা, ৩ অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর গোবিন্দগঞ্জ বাজারের সেয়াবিন তেল ডিলার উসমান স্টোরের মালিক মো.উসমানী আলীকে ১ লাখ ১০ হাজার, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপে ১ লাখ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার টাকা ও আল আমিন ষ্টোরে ৫০ হাজার টাকা, ওয়ালিদ এন্টারপ্রাইজের কর্মচারি আখতার হুসেনকে ৩০ হাজার, মা-বাবা পোল্ট্রি দোকান মালিক আলী আহমদ ৩০ হাজার টাকাসহ তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় হাজী আব্দুল কদ্দুছের দোকানের অতিরিক্ত পণ্য ৩ কার্যদিবসের মধ্যে মালামাল সরানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার,ট্রাফিক পয়েন্ট বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো.তরিকুল ইসলাম ও সেনাবাহিনীর মেজর মো.জাবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো.তরিকুল ইসলাম জরিমানা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখতে উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।