এমসি কলেজ(সিলেট)প্রতিনিধি:
শুক্রবার (১৪ই মার্চ) সিলেট শহরের রোজভিউ হোটেলে এমসি কলেজ কেমেস্ট্রি অ্যালামনাই এসোসিয়েশন এক মনোজ্ঞ ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিভাগীয় কর্মচারীদের আর্থিক অনুদান এবং মানবিক সহায়তার মাধ্যমে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোঃ নোমান আহমদ। রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান কবীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ তার বক্তব্যে অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি প্রয়াত প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সড়ক দুর্ঘটনায় আহত মিন্টু করের দ্রুত সুস্থতা কামনা করেন। এমসি কলেজের সকল বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে বৃহত্তর অ্যালামনাই এসোসিয়েশন গঠনের স্বপ্ন ব্যক্ত করেন। শিক্ষার্থীদের প্রতি তিনি পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আকমল হোসেন অ্যালামনাই এসোসিয়েশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শ্রীনিবাস দে, রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর তপন কান্তি ধর, জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জগৎ জ্যোতি চক্রবর্তী চম্পক, পুলিশের সাব ইন্সপেক্টর সমিরন দাস, ব্যবসায়ী রেজাউল কিবরিয়া লিমন, পুলিশ পরিদর্শক নির্মল দেব, প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইসলাম উদ্দিন, বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শাহাব উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রসায়ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বৃত্তি প্রদান এবং বিভাগের কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান। বিশেষত, সড়ক দুর্ঘটনায় আহত মিন্টু করকে মানবিক সহায়তা প্রদান করা হয়।
মাওলানা খলিলুর রহমানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, কেমেস্ট্রি অ্যালামনাই এসোসিয়েশন ২০১৯ সাল থেকে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কর্মচারীদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।