স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ মার্চ) শান্তিগঞ্জস্থ মাহবুবা কমিনিউটি সেন্টারে উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন এসিস্টেন সেক্রেটারি আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জজকোর্টের এপিপি এডভোকেট মুহাম্মদ ইয়াছিন খান, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলনা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান,শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.আকরাম আলী,জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।
সভায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সহ-সভাপতি সিরাজ মিয়া, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রায়েজনুর ও সাধারণ সম্পাদক প্রভাষক মামুন আহমেদ।
ইফতার মাহফিলে পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের আমির কাজী নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজমল হোসেন, পূর্ব বীরগাঁও জামায়াতে সভাপতি মাছুম আহমদ জুসেফ, পুর্ব পাগলা জামায়াতে সভাপতি কবির আহমদ, সেক্রেটারি শিব্বির আহমদ, পশ্চিম বীরগাঁও জামায়াতে সভাপতি আফাজ আহমেদ, সেক্রেটারি আজিম উদ্দিন, শিমুলবাঁক জামায়াতে সভাপতি এখাছুর রহমান, সেক্রেটারি মাওলানা মিনহাজ উদ্দিন। উপজেলা যুবদল নেতা কাবিদুল ইসলাম, বিএনপি নেতা আবুল লেইছ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংবাদকর্মী, জামায়াত, ছাত্রশিবির সহ বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন রমজানে এই পবিত্র মাসে নিজেকে পরিবর্তন করে আবু সাইদ মীর মুগ্ধ আত্মত্যাগের দেয়া সামনে নতুন বাংলাদেশ বির্নিমানে সকল ইসলামি আন্দোলনের কর্মী কে অগ্রণী ভূমিকা রাখতে হবে।ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
এছাড়াও বিশেষ অতিথিরা আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন।বক্তারা ইসলামী সমাজ বিনির্মাণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং রমজান মাসের শিক্ষা ও আদর্শকে জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।