ছাতক সংবাদদাতা:
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগ বৃহস্পতিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন। প্রধান বক্তার বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ছাতক – দোয়ারা আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ,স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর ইন্জিনিয়ার নোমান আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন,
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, আবু হুরায়রা ছুরত, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আবুল হাসনাত,
পৌর খেলাফত মজলিশের সভাপতি মাওলানা জহির আহমে, ইসলামি আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মির্জা সাজিদুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,সাংবাদিক মুশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর, মাওলানা সৈয়দ মনছুর আহমদ,
ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল , বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই আজাদ,আলী আসগর সোহাগ, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল আহমদ, হেফাজতে ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান, উপজেলা জামায়াতে সহ সেক্রেটারি আব্দুল আউয়াল ও আবু মূসা রাসেল, গণঅধিকার উপজেলা সভাপতি ডাক্তার আজহার আহমদ, শিবিরের উপজেলা সভাপতি মাসুদ আহমেদ, পৌর শিবিরের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা প্রচার সেক্রেটারি আরাফাত আহমেদ রাহাত, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন প্রমূখ।সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাওলানা কারি শহিদুল ইসলাম ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাওলানা জুবায়ের আহমদ। দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন। ইফতার মাহফিলে পেশাজীবী,সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সহ ভিবিন্ন শ্রেনী পেশার লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।