স্টাফ রিপোর্টার:
(সুনামগঞ্জ)সুনামগঞ্জের দিরাইয়ে নিকটাত্মীয়ের জানাযা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় দিরাই উপজেলা শাখার যুব জমিয়তের সদস্য তৌফিকুর রহমানের মৃত্যু । শুক্রবার (২১ মার্চ) বেলা ৩টার দিকে দিরাই পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দিরাই -মদনপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর কান্দাহাটি গ্রামের ফয়জুর রহমানের ছেলে তৌফিকুর রহমান (২৭)। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক সিলেটে তার মামার জানাযা নামাজ শেষে আরেক মামাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দিরাই ফিরছিলেন। বেলা ৩ টার দিকে দিরাই আনোয়ারপুর পয়েন্টে অপর আরোহীকে নামিয়ে তিনি বাসস্ট্যান্ডের দিকে যেতে থাকেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রুজেল পরিবহন নামের একটি বাস মোটরসাইকেলটিকে মুখোমুখি চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পিন্টু কুমার দাস তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সড়ক দূর্ঘটনায় যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা
,
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










দিরাইয়ে বাসচাপায় উপজেলা যুব জমিয়তের সদস্য তৌফিকুর রহমানের মৃত্যু
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০৭:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- ৫২৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ