স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী গ্রামে কবর স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঈদগাহ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮এপ্রিল) বাদ আছর উপজেলার নোওয়াখালী বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মাওলানা আঃ শহীদ এর সভাপতিত্বে হাফেজ আব্দুল হাই দোলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ক্বারী আজির উদ্দিন, মোঃ আরজদ আলী,মোঃছমির উদ্দিন, প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন মোঃআব্দুস ছাত্তার, মোঃমোশারফ হোসেন,মোঃআব্দুর রশীদ,মোঃমনির মিয়া,মোঃহানিফ উদ্দিন,সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা কবর স্থানের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঈদগাহ নির্মাণ করার দাবি জানান। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তারা বলেন
নোয়াখালী বাজার ব্রিজ সংলগ্ন নোয়াখালী গ্রাম ও এলাকাবাসীর জন্য একটি ঈদগাহ খুব প্রয়োজন এখানে দুইটি মসজিদ আছে একটি নোয়াখালী বাজার তথা পরগনার মসজিদ অপরটি নোয়াখালী গ্রামবাসীর
উভয় মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়, যদি আপনারা এই জায়গাটা ঈদগাহের ব্যবস্থা করে দেন এলাকার মানুষের অনেক উপকার হবে। বিশেষ করি জানাযার নামাজের একটা জায়গা দরকার।🖤