মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুটি গ্রামে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।জীবন বাঁচানোর জন্য পানির চাহিদা মিঠাতে নিরুপায় হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের তালা খুলে প্রতিনিয়তি নিচ্ছেন পানি।গ্রামদুটির অবস্থান উপজেলার চামরদানী ইউনিয়নের ২নং ওয়ার্ডে।একটি কামারগাঁও ও অন্যটি পাশ্ববর্তী নন্দিপাড়া।দুটি গ্রামে বসতি রয়েছে প্রায় শতাধিক পরিবার।
১০ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরের সরেজমিন অনুসন্ধানে বেড়িয়ে আসে ঐগ্রামগুলোতে অসংখ্য টিউবওয়েল রয়েছে তবে! ভূখণ্ডের পানির স্তর নীচে নেমে যাওয়ায় সবগুলোই বর্তমানে অকেজো।
মানবিকদিক বিবেচনায় উর্ধ্বতনে অবগত করে “কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে”র প্রধান শিক্ষক পুরঞ্জয় সাহা রায় পানি দিয়ে সহায়তা করছেন।অনেকটা প্রশ্নে সম্মূখীন এবং বিদ্যালয়ের প্রতিবেশীগণ ভূগান্তির স্বীকার।কামারগাঁও গ্রামের স্থায়ী বাসিন্দাদের মধ্যে গোপাল তালুকদার,বিপ্লব সরকার,শ্যাম বাবু,সাবেক ইউপি সদস্য জীবন তালুকদার সহ অসংখ্য নারী পুরুষের সাথে কথা বললে তিনিরা জানান,বিদ্যালয় কতৃপক্ষ পানি দিয়ে সহায়তা না করলে পুকুরে পানি ফুটিয়ে জীবন ধারন করতে হতো।এছাড়া কোন বিকল্প উপায় ছিল’না।তাই দ্রুতার সহিত দুটি গ্রামের লোকজন নিরাপদ পানির সুব্যবস্থা চেয়ে গভীর নরকূপ স্থাপনের দাবী জানিয়েছেন উপজেলা প্রশাসনের প্রতি।
এবিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ে’কে সমস্যা তুলে ধরে অবগত করলে তিনি বলেন,ভুক্তভোগীরা লিখিত ভাবে আবেদন জানালে দ্রুতই নিরাপদ পানির ব্যাবস্থা করা হবে।