ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন হার্টের সমস্যা নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার জন্যে আজ বৃহস্পতিবার ১৭ এপ্রিল ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে কলিম উদ্দিন আহমেদ মিলনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল, জাসাস ও ছাত্র দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ পয়েন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধারণ শাপলা যুব সংঘের কার্যালয়ে দোয়া মাহফিল, চরহল্লা পয়েন্ট মসজিদে দোয়া মাহফিল ও দোলারবাজার ইউনিয়ন জাসাস এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলিম উদ্দিন আহমেদ মিলনের আশু রোগমুক্তির জন্য ছাতক উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।