স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শান্তিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন,
শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে দেশের উন্নয়ন করা সম্ভব হবেনা। শ্রমিকদের বাদ দিয়ে উন্নয়ন চিন্তাও করা যায় না।দেশের উন্নতিতে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম।
বৃহস্পতিবার (১লা মে) বিকালে শান্তিগঞ্জ উপজেলা পাগলা বাজারে এক হল রুমে আয়োজিত শ্রমিক দিবস পালন অনুষ্ঠানে র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃদিলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের টিম সদস্য তাজুল ইসলাম প্রমূখ ।
সভায় বক্তারা শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মালিক ও শ্রমিককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নসহ শ্রমিকদের কল্যাণ একসাথে কাজ করতে হবে।
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবি মানুষের অবদান ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়। এখনো শ্রমিকরা নির্যাতন,নিপীড়নের স্বীকার হচ্ছেন,দেশের উন্নয়ন করতে হলে এগুলা বন্ধ করতে হবে।
সরকার শ্রমজীবি মানুষের কল্যাণে দৃশ্যমান কোন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা ।
শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি মোঃ রায়েজ নুরের সভাপতিত্বে, সেক্রেটারি মামুন আহমেদ’র সঞ্চালনায় এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগঠনের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।