মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলার দাতিয়াপাড়া গ্রামে আজ (১২ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর ফুটবল ফাইনাল ম্যাচ। খেলাটি ঘিরে দাতিয়াপাড়া গ্রামে ছিল উৎসবের আমেজ, বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠ পরিণত হয়েছিল জনসমুদ্রে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় লামাগাঁও ফুটবল দল বনাম স্বাগতিক দাতিয়াপাড়া একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ১-০ ব্যবধানে লামাগাঁও দল বিজয় ছিনিয়ে নেয় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।
ফুটবল ম্যাচের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল। খেলাটির সভাপতিত্ব করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতা শেখ সাইফুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক মমিনুল হক বেনু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান উদ্দিন সোহেল এবং উত্তর ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের যুবদল ও স্থানীয় নেতৃবৃন্দ।
খেলাটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।