দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই পৌসভার বিভিন্ন খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার ( ২৯জুন ) দুপুরে দিরাই পৌরসভার সম্মলেন কক্ষে রাজস্ব ও উন্নয়নখাতের সমন্বয়ে ১৪ কোটি ৩৭ লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শত নিরানব্বই টাকার বাজেট পেশ করেন সভার সভাপতি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর।বাজেট সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো নির্মাণ খাতে ১০ কোটি ৫৭ লক্ষ টাকা। বাজেটে ৩ কোটি ১৩ লক্ষ ১৫ হাজার টাকা রাজস্ব আয় ও ৩ কোটি ৭ লক্ষ ৯০ হাজার টাকা রাজস্ব ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ৫ লক্ষ ২৫ হাজার টাকা উদ্ধৃত রাখা হয়। উন্নয়ন বরাদ্দের আয় ১১ কোটি ২৯ লক্ষ ৫২ হাজার ছয়শত নিরানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা ব্যয় ধরা হয়েছে ১১কোটি ২৩ লক্ষ টাকা। ৬ লক্ষ ৫২ হাজার ছয়শত নিরানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা
বাজেট উদ্ধৃত রাখা হয়েছে। বাজেট উন্মুক্ত করন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইফতেখার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিফ ইশমাম চৌধুরী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর ইসলাম খান, জেলা বিএনপি সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা জামায়েত ইসলাম সভাপতি আব্দুল করিম, জমিয়তে ওলাময়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখা সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,দিরাই বাজার মহাজন সমিতির আহ্বায়ক হাজী নুর মিয়া,আশরাফ আহমেদ, দিরাই প্রেসক্লাব আহ্বায়ক সোয়েব হাসান, দিরাই প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,পৌর হিসাব কর্মকর্তা আশিষ রায়, প্রধান সহকারী মুহিবুর রহমান,সহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।এসময় পৌরপ্রশাসক অভিজিৎ সুত্রধর বলেন , সবার সহযোগিতায় আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন ও সার্বিক সৌন্দর্য বর্ধনে ড্রেন নির্মাণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সম্মানিত পৌরবাসী নিয়মিত পৌর কর প্রদান করে পৌরসভার সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশা করি।