স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের মৌলিক প্রশিক্ষণ সম্পন্নকারী নবনিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সুনামগঞ্জ জেলা পুলিশ ৫ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। মাঠ পর্যায়ে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই ওরিয়েন্টেশন ও ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। মৌলিক ৪ মাসের প্রশিক্ষণ শেষে সুনামগঞ্জ জেলায় যোগদানকারী ৩০ জন কনস্টেবলের অংশগ্রহণে আজ সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ ওরিয়েন্টেশন ও ব্যবহারিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। তিনি তার উদ্বোধনী বক্তব্যে নবাগত পুলিশ সদস্যদের স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের দায়িত্ব, পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনগণের প্রতি দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবাগত সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ কোর্সটি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণ সংশ্লিষ্ট অফিসারবৃন্দ।