স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
বাংলাদেশ মুজাহিদ কমিটি, শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার (৬ অক্টোবর) নোয়াখালী বাজারে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম গাজীনগরীর মোস্তাকের নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেছেন।
ওয়াজ মাহফিলে হাজারো মুসল্লির উপস্থিতিতে পীর সাহেব চরমোনাই বলেন—
নিরপরাধ মানুষ হত্যা মানবতার পরিপন্থী, ইসলামের পরিপন্থী। আমরা গাজীনগরীর মোস্তাকের হত্যার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। ন্যায়বিচার না হলে সমাজে অন্যায় আরও বাড়বে।”
তিনি আরও বলেন,
দেশে নৈতিক অবক্ষয়, অন্যায় ও অবিচারের প্রসার রোধে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। প্রশাসনকে নিরপেক্ষ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন শায়েখুল হাদীস মাওলানা শফিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আলী আকবর, মাওলানা মুফতি আইউব আলী আনসারী, মুফতি এহসান রেজা মুহিবী, মাওলানা মুফতি রহিমুল্লাহ, ক্বারী মাহদী আল হাসান জামালগঞ্জী প্রমুখ।
এ সময় বক্তারা গাজীনগরীর মোস্তাক হত্যার ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে বলেন,একজন নিরীহ মানুষকে এভাবে হত্যা করা সমাজ ও রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। সরকার ও প্রশাসনের দায়িত্ব এ ঘটনার পূর্ণ তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা।
ঢাকা
,
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










মোস্তাক গাজীনগরীর হত্যার বিচার চাইলেন — চরমোনাই পীর
-
মান্নার মিয়া
- আপডেট সময় ১২:২৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- ৫০৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ