চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান বলেন, উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় দুই ড্রেজারের মালিক মহিউদ্দিন ও আব্দুল কাইয়ুমকে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকায় বালু পরিবহন করায় এক বাল্ক হেডের মালিক রাসেলকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।