ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সিইও ইলন মাস্ক আবারও বিশ্বের শীর্ষ ধনী তালিকার শীর্ষে ওঠে এসেছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুসারে লুই ভিতোঁর প্রধান নির্বাহী বের্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন মাস্ক।
এর ফলে দুই মাস পর মাস্ক আবারও তার হারানো স্থান উদ্ধার করলেন। ২০২২ সালে ডিসেম্বরে ইলন মাস্ককে পেছনে ফেলে ফরাসি বিলাসদ্রব্য নির্মাতা প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রধান নির্বাহী বের্নার্ড আর্নল্ট শীর্ষ ধনীতে পরিণত হয়েছিলেন।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, সোমবার টেসলার শেয়ারের দাম বাড়ার পর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে যায়। বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলার। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার।
২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। এরপর টুইটারে বিভিন্ন ঝামেলার কারণে দরপতন হতে থাকে টেসলার শেয়ারের। ২০২২ সালের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইলন মাস্ক প্রায় ২০০ বিলিয়ন ডলার সম্পদ হারান, যা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ।