মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা পৌনে একটার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।বিএনপির নেতাদের অভিযোগ, ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা করেছেন। তবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের দাবি, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশের কাছাকাছি সময়ে মানববন্ধনের জন্য জমায়েত হয় বিএনপি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় হামলার ঘটনা ঘটে।হামলার ঘটনা নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল বলেন, মানববন্ধন চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। “এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।”এদিকে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন বলেন, “যুবলীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে কোনো আক্রমণ করা হয়নি।মৌলভীবাজার শহরে পুলিশের টহল“বরং আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলাকালে বিএনপির মিছিল থেকে সরকারকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হয়।” হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের রিকাবদার জানান, অপরিচিত কিছু লোকের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা
,
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- ৬৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ