ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর গ্রামের সাজ্জাতুলের বাড়িঘরে হামলা,ভাংচুর লুটপাঠসহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ভাংচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত -নিহতদের স্মরণে দোয়ারাবাজারে স্মরণ সভা অনুষ্ঠিত Logo অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্র গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ সভাপতি Logo শান্তিগঞ্জে বিনামূল্যে গরু বিতরণের লক্ষ্যে অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ Logo দোয়ারাবাজারে সরকারি গাছ কর্তন।। জব্দ করলো প্রশাসন Logo শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  Logo ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাহিরপুরে’স্মরণ সভা’ Logo ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে শান্তিগঞ্জে ‘স্মরণ সভা’ Logo চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ বাম্পার ফলনে শান্তিগঞ্জের কৃষকের মুখে হাসি Logo জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅদ্ভুত্থানে আহত ও শহীদদের স্মরণে ছাতকে স্মরণ সভা

ইংলিশদের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রান করে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।দুদিন আগেই চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-২০তে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। রোববার রাজধানীর মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-২০তে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দিয়েছে সাকিবের দল। আর এর মধ্য দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রান করে ইংল্যান্ড।জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে যান লিটন দাস। স্যাম কারানের ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফলে ৯ বলে ৯ রান করেই সাজঘরে ফিরতে হয় ডানহাতি এই ব্যাটারকে। পাওয়ার প্লের ভেতর ১৪ বল ৯ রান করে বিদায় নেন আরেক ওপেনার রনি তালুকদারও।২৭ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর হাল ধরেন তাওহীদ হৃদয় ও শান্ত। আগের ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছিল এই জুটি। কিন্তু ২৯ রানেই ভেঙে পড়ে এই জুটি। অভিষিক্ত রেহান আহমেদকে তার প্রথম বলেই উইকেট উপহার দেন হৃদয়। প্যাভিলিয়নে ফেরেন ১৮ বলে ১৭ রান করে।এরপর মিরাজ এবং শান্তর ৪১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২০ রান করে মিরাজ সাজঘরে ফিরলে আবারও ম্যাচে ফেরে ইংল্যান্ড। এরপর সাকিব-আফিফ দ্রুত ফিরলে চেপে ধরে ইংলিশরা। তবে এদিন এক পাশ আগলে রেখে ব্যাটিং করে গেছেন শান্ত। সে সুবাদে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৪ উইকেটের ঐতিহাসিক জয় পায় টাইগাররা।এর আগে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসান। মেহেদি মিরাজের ৪ উইকেট শিকারের সুবাদে ইংল্যান্ডকে অল্প রানেই বেঁধে ফেলে টাইগাররা।ইংল্যান্ডের ওপেনার ডেভিড ম্যালানকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। কিন্তু এরপর জুটি বেঁধেছিলেন আরেক ওপেনার ফিলিপ সল্ট ও মঈন আলী।দুজনের জুটিতে রানের গতিও বাড়ে ইংল্যান্ডের। তবে পাওয়ার প্লের পর বল হাতে নিয়েই জুটি ভাঙলেন সাকিব আল হাসান। আগের ওভারে ১৩ রান খরচ করা নাসুম আহমেদের পর বোলিংয়ে আসেন টাইগার দলপতি। ওভারের তৃতীয় বলেই আগ্রাসী ইংলিশ ওপেনার সল্টকে (১৯) কট অ্যান্ড বোল্ড করে ফেরান সাকিব। পরের ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে বোল্ড করে বিদায় করেন পেসার হাসান মাহমুদ।এরপর মঈন আলীকে টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি স্পিনারও নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান। তার বলে বদলি ফিল্ডার শামিম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ১৫ রান করা মঈন। সবমিলিয়ে দলীয় ৫৭ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।৫৭ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে স্যাম কারান এবং বেন ডাকেটের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছিল ইংল্যান্ড। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না কারান। ১৬ বল খেললেও ১২ রানের বেশি করতে পারেননি তিনি। এই তরুণ ব্যাটারকে ফিরিয়ে ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন মিরাজ।একই ওভারে তার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন ক্রিস ওকস। মিরাজের করা ১৫তম ওভারের পঞ্চম বলে প্রান্ত বদল করতে গিয়ে সাজঘরে ফেরেন। দলীয় রান ১০০ পূর্ণ করার পর মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন ক্রিস জর্ডান। শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের করা ওভারে রান আউট হন রেহান আহমেদ ও জফরা আর্চার।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি করে শিকার সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর গ্রামের সাজ্জাতুলের বাড়িঘরে হামলা,ভাংচুর লুটপাঠসহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ভাংচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

ইংলিশদের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

আপডেট সময় ০৭:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রান করে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।দুদিন আগেই চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-২০তে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। রোববার রাজধানীর মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-২০তে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দিয়েছে সাকিবের দল। আর এর মধ্য দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রান করে ইংল্যান্ড।জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে যান লিটন দাস। স্যাম কারানের ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফলে ৯ বলে ৯ রান করেই সাজঘরে ফিরতে হয় ডানহাতি এই ব্যাটারকে। পাওয়ার প্লের ভেতর ১৪ বল ৯ রান করে বিদায় নেন আরেক ওপেনার রনি তালুকদারও।২৭ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর হাল ধরেন তাওহীদ হৃদয় ও শান্ত। আগের ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছিল এই জুটি। কিন্তু ২৯ রানেই ভেঙে পড়ে এই জুটি। অভিষিক্ত রেহান আহমেদকে তার প্রথম বলেই উইকেট উপহার দেন হৃদয়। প্যাভিলিয়নে ফেরেন ১৮ বলে ১৭ রান করে।এরপর মিরাজ এবং শান্তর ৪১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২০ রান করে মিরাজ সাজঘরে ফিরলে আবারও ম্যাচে ফেরে ইংল্যান্ড। এরপর সাকিব-আফিফ দ্রুত ফিরলে চেপে ধরে ইংলিশরা। তবে এদিন এক পাশ আগলে রেখে ব্যাটিং করে গেছেন শান্ত। সে সুবাদে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৪ উইকেটের ঐতিহাসিক জয় পায় টাইগাররা।এর আগে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসান। মেহেদি মিরাজের ৪ উইকেট শিকারের সুবাদে ইংল্যান্ডকে অল্প রানেই বেঁধে ফেলে টাইগাররা।ইংল্যান্ডের ওপেনার ডেভিড ম্যালানকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। কিন্তু এরপর জুটি বেঁধেছিলেন আরেক ওপেনার ফিলিপ সল্ট ও মঈন আলী।দুজনের জুটিতে রানের গতিও বাড়ে ইংল্যান্ডের। তবে পাওয়ার প্লের পর বল হাতে নিয়েই জুটি ভাঙলেন সাকিব আল হাসান। আগের ওভারে ১৩ রান খরচ করা নাসুম আহমেদের পর বোলিংয়ে আসেন টাইগার দলপতি। ওভারের তৃতীয় বলেই আগ্রাসী ইংলিশ ওপেনার সল্টকে (১৯) কট অ্যান্ড বোল্ড করে ফেরান সাকিব। পরের ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে বোল্ড করে বিদায় করেন পেসার হাসান মাহমুদ।এরপর মঈন আলীকে টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি স্পিনারও নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান। তার বলে বদলি ফিল্ডার শামিম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ১৫ রান করা মঈন। সবমিলিয়ে দলীয় ৫৭ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।৫৭ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে স্যাম কারান এবং বেন ডাকেটের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছিল ইংল্যান্ড। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না কারান। ১৬ বল খেললেও ১২ রানের বেশি করতে পারেননি তিনি। এই তরুণ ব্যাটারকে ফিরিয়ে ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন মিরাজ।একই ওভারে তার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন ক্রিস ওকস। মিরাজের করা ১৫তম ওভারের পঞ্চম বলে প্রান্ত বদল করতে গিয়ে সাজঘরে ফেরেন। দলীয় রান ১০০ পূর্ণ করার পর মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন ক্রিস জর্ডান। শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের করা ওভারে রান আউট হন রেহান আহমেদ ও জফরা আর্চার।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি করে শিকার সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের।