রাতের আঁধারে কাঁচামাল ব্যবসায়ীর ভ্যান চুরি করতে এসে দুই লাখ টাকা দামের মোটরসাইকেল ফেলে গিয়েছিল এক চোর। সেটি আনতে গিয়েই সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তার বিচরণ। রবিবার (১২ মার্চ) আটক করা হয় তাকে।শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে ঘটেছে এ ঘটনা।আটক যুবক রাজু হাওলাদার (১৯) বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানায়, দিনভর বেচাকেনার পর সবজির ভ্যানটি বাজারে রেখে বিকেলের দিকে বাড়ি ফিরে যান ব্যবসায়ী কৃষ্ণপদ মন্ডল। তবে রাত ৮টার দিকে সেখানে এসে দেখতে পান ভ্যানটি নেই। বিষয়টি বাজার বনিক সমিতিকে বিষয়টি জানালে তারা সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখেন ভ্যানটি এক যুবক চুরি করেছে।সিসিটিভিতে দেখা যায়, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে চড়ে বাজারে আসেন ওই যুবক। এরপর মোটরসাইকেলটি পাশে থামিয়ে আশপাশে ঘোরাঘুরি করতে করতে একসময় ভ্যানটির ওপর চেপে বসে ফোনে কথা বলতে থাকে। একপর্যায়ে ভ্যানটি চালিয়ে সে বাজার থেকে চলে যায়। এরমধ্যেই সিসিটিভি দেখে চোরকে শনাক্ত করা হয়। গভীর রাতে সে মোটরসাইকেল নিতে আবারও সেখানে আসে। ওইসময় স্থানীয় জনতা তাকে আটক করে মারধর করে ও পুলিশের হাতে তুলে দেয়।সবজি ব্যবসায়ী কৃষ্ণ মন্ডল বলেন, বিকেলে ভ্যান রেখে চলে যাই। রাতে এসে দেখি ভ্যান নেই। বাজার বনিক সমিতি সিসিটিভি দেখে চোর শনাক্ত করে ও পরে চোরকে আটক করে। তবে এখনও ভ্যান ফেরত পাইনি।টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর বলেন, রাতে চোরকে আটক করে থানায় আনার পর রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে এখনও এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
ঢাকা
,
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










লাখ টাকার মোটরসাইকেল নিয়ে হাজার টাকার ভ্যান চুরি
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৭:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- ৬২৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ