নড়াইলে ভৈরব নদ থেকে আইয়ান ফকির (৩) ও আড়াই বছরের তাহসীন ফকির নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে কাঠের ব্রিজ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।আইয়ান ওই গ্রামের দবির ফকিরের ছেলে ও তাহসীন একই গ্রামের সুলতান ফকিরের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।শেখহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাকির হোসেন জানান, বিকেলে দুই ভাই বাড়ির পাশের ভৈরব নদের পাড়ে খেলা করছিল। ইফতারের আগে পরিবারের লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে ভৈরব নদের কাঠের ব্রিজ এলাকায় শিশু দুজনকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ঢাকা
,
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










বিকালে খেলছিল, সন্ধ্যায় নদীতে মিললো দুই ভাইয়ের লাশ
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- ৬১৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ