স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের উদ্যােগে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে দিরাই ভরারগাও গ্লাক্সি স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পাথারিয়া সুপার স্টার ক্লাব।
শনিবার(১৩ই এপ্রিল) বিকালে আসামমুড়া গ্রামের পূর্বের মাঠে আয়োজিত দ্বিতীয় রাউন্ড খেলায় ভরারগাও গ্লাক্সি স্পোর্টিং ক্লাবকে ২-০গোলে হারিয়ে দিয়ে জয় লাভ করে পাথারিয়া সুপার স্টার ক্লাব সেমিফাইনালে উঠে। রেফারীর দায়িত্ব পালন করেন সুমন ইসলাম। দীর্ঘ ৬০মিনিট খেলার পর খেলার সমাপ্ত ঘটে।খেলা শেষে পাথারিয়া সুপার স্টার ক্লাবের সর্বোচ্চ গোল দাতা আকাশ শর্মার হাতে ম্যান অফ দ্যা ম্যাচ ক্রেষ্ট তুলে দেন আসামমুড়া গ্রাম ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি কবির মিয়া, ৪নং ওয়ার্ড সদস্য রোশন আলী, ফ্রান্স প্রবাসী পারভেজ আহমেদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন মোঃআক্তার হুসেন,স্বাস্থ্য কর্মী কাউসার আহমদ সহ আরও অনেকই।