ছবি সংগৃহীত
শান্তিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ১৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া গ্রামে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় আমরিয়া গ্রামের মিরাজ মিয়া ও নাজমুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমরিয়া গ্রামের একটি জমির মালিকানা নিয়ে মিরাজ মিয়া ও নাজমুল ইসলামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলেছিল আসছিলো। বুধবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুখোমুখি সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান, মিরাজ মিয়া ও নাজমুল ইসলামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার দুপুরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।