স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ শান্তিগঞ্জে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি সুনামগঞ্জ -৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদ প্রার্থী এম,এ ছাত্তার এর পক্ষে ঈদ পূর্ণমিলনীতে উপজেলা বিএনপির জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০৩ এপ্রিল ) উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ ,পাথারিয়া বাজারে বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের মাঝে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ,টি,এম হেলাল উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে দেশে স্বৈরশাসক শেখ হাসিনা বিদায় হয়েছে। দেশে আজ গণতন্ত্র ফিরিয়ে এসেছে, আজকের এদিনে আমি নিহত সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে আরেকটি কথা বলতে চাই,যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। আমরা কথা দিচ্ছি, বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত।’ আপনারা মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) কোনো সহিংসতার রাজনীতি সমর্থন করে না। ঈদ পূর্ণমিলনী শেষে জনসংযোগ ও পথসভায় শান্তিগঞ্জের বিএনপি ছাত্রদল,যুবদল সহ বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।