সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক অস্থিরতায় দোদুল্যমান দেশ। এমন পরিস্থিতিতে কে কখন কিভাবে নিজের অবস্থান বদলায় সেটা বলা মুশকিল। এমনই এক সময়ে দেখা গেলো ঢাকার রাস্তায় সিএনজি অটোরিকশা চালাচ্ছেন সংগীতশিল্পী কিশোর!তবে খোঁজ নিয়ে মিলেছে খানিক স্বস্তি। জীবনের তাগিদে নয়, গল্পের প্রয়োজনেই তিনি এমন পরিস্থিতিতে নিজেকে জড়িয়েছেন। ঈদ উৎসবকে সামনে রেখে তৈরি একটি গানের গল্পে সিএনজি চালকের চরিত্রে দেখা যাবে তাকে।ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নির্মিত গানটির নাম ‘মিথ্যেবাদীরে’। এর কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি আর সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই।কিশোর ও মডেল জেবা জান্নাতকে নিয়ে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ।কিশোর জানান, এটি একটি মডার্ন ফোক গান। যেমন গান তিনি সচরাচর গাননি আগে।অন্যদিকে সিএনজি চালানো প্রসঙ্গে এই গায়ক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সিএনজি চালাতে হলো। যেহেতু গাড়ি চালানোর অভ্যাস আছে, সেহেতু সিএনজি চালাতে খুব একটা বেগ পেতে হয়নি। মূল চালকের কাছ থেকে হালকা ট্রেনিং নিয়েছি শুটিংয়ের সময়। দেখলাম, ভালোই চালাতে পারি!’কিশোর জানান, এই গানে শুধু সিএনজি চালকই নন তিনি। আরও কয়েকটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। যা ক্রমশ প্রকাশ্য।আসছে ঈদে কিশোরের একমাত্র উপহার হিসেবে ডিএমএস-এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানচিত্রটি।তবে খোঁজ নিয়ে মিলেছে খানিক স্বস্তি। জীবনের তাগিদে নয়, গল্পের প্রয়োজনেই তিনি এমন পরিস্থিতিতে নিজেকে জড়িয়েছেন। ঈদ উৎসবকে সামনে রেখে তৈরি একটি গানের গল্পে সিএনজি চালকের চরিত্রে দেখা যাবে তাকে।ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নির্মিত গানটির নাম ‘মিথ্যেবাদীরে’। এর কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি আর সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই।কিশোর ও মডেল জেবা জান্নাতকে নিয়ে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ।কিশোর জানান, এটি একটি মডার্ন ফোক গান। যেমন গান তিনি সচরাচর গাননি আগে।অন্যদিকে সিএনজি চালানো প্রসঙ্গে এই গায়ক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সিএনজি চালাতে হলো। যেহেতু গাড়ি চালানোর অভ্যাস আছে, সেহেতু সিএনজি চালাতে খুব একটা বেগ পেতে হয়নি। মূল চালকের কাছ থেকে হালকা ট্রেনিং নিয়েছি শুটিংয়ের সময়। দেখলাম, ভালোই চালাতে পারি!’কিশোর জানান, এই গানে শুধু সিএনজি চালকই নন তিনি। আরও কয়েকটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। যা ক্রমশ প্রকাশ্য।আসছে ঈদে কিশোরের একমাত্র উপহার হিসেবে ডিএমএস-এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানচিত্রটি।
ঢাকা
,
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ঢাকার রাস্তায় সিএনজি চালাচ্ছেন সংগীতশিল্পী কিশোর!
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- ৬১৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ