সুমন রহমান:
বাংলাদেশ ফিমেইল একাডেমীর আয়োজেনে ‘দরিদ্র, এতিম, অক্ষম এবং প্রতিবন্ধী মেয়েদের শিক্ষা উন্নয়নে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা শীর্ষক এক ‘আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ এপ্রিল) সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ ফিমেইল একাডেমীর নিজ প্রতিষ্ঠানে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী’র সভাপতিত্বে ও ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব দেবজিৎ সিংহ, সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, হবিগঞ্জ জেলা প্রশাসক মিস ইশরাত জাহান, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহ্সান শাহ্ সহ সিলেটে বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন এবং দিরাই থানা অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন।
এসময় বক্তারা প্রতিষ্ঠানটির কার্যপরিচালনার ও সফলতার ভূয়শী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে যেন প্রতিষ্ঠানটির মাধ্যমে আয়োজেনে ‘দরিদ্র, এতিম, অক্ষম এবং প্রতিবন্ধী মেয়েরা তাদের সকল বাঁধাকে পিছনে ফেলে উন্নত জীবন গঠনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে সিলেট বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে এক লক্ষ টাকার একটি চেক অত্র একাডেমীর উন্নয়নের ব্যয়ে বাংলাদেশ ফিমেইল একাডেমীর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর হাতে তুলে দেন।