- ফেইসবুকের স্ট্যাটাসে সামপ্রদায়িকতার গন্ধ খুঁজে পাওয়া যায়।শাল্লায় ওপেন হাউজ ডে তে
চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ
পাবেল আহমেদ,শাল্লা::-কারো কারো ফেইসবুকের স্ট্যাটাসের মধ্যে সাম্প্রদায়িকতার খুঁজে পাওয়া যায়,এই অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িকদের ঠাঁই নাই বলে মন্তব্য করেছেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন আমরা নিজেদেরকে সংযমের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে একজন রোজাদার আরেকজন রোজাদারের সাথে ঝগড়া করতে পারি না। তাপমাত্রা বেশি,বৈশাখ মাস,রমজানের মাস আমরা রোজদাররাই বেশি উত্তেজিত হয়ে যাই,ধান কাটার মৌসুমে একটা ঝগড়াঝাটি আমাদের মধ্যে আসে এবিষয়ে সর্তক থাকবে হবে তিনি বলেন ইদানীং কিছু বিষয় লক্ষ করা যাচ্ছে ব্যক্তি ব্যক্তি ঝগড়াঝাটি করলেও বিষয়টি সামপ্রদায়িক ভাবে নেওয়ার চেষ্টা করে কিছু কুচক্রী মহল শাল্লার হিন্দ মুসলিম সবাইকে এদের কাছ থেকে দূরে থাকতে হবে। সামপ্রদায়িক ইন্ধন দেয়,সাম্প্রদায়িক গন্ধ ছড়ায় এরা হিন্দু অথবা মুসলমান হউক তাদের কাছ থেকে আমাদেরকে নিরাপদে থাকতে হবে।
তিনি আরো বলেন একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে অসাম্প্রদায়িক এই দেশটি প্রতিষ্ঠা করার জন্য আমাদের ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এখন আবার কিছু কুচক্রী মহল সাম্প্রদায়িকতাকে উস্কিয়ে দিতে চায় এদের কাছ থেকে সর্তক থাকবে হবে সাম্প্রদায়িকতার স্থান বঙ্গবন্ধুর এই বাংলাদেশে নাই। যাদের ফেইসবুকের স্ট্যাটাসে সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পাওয়া যায় এই লোকগুলোদের চিহ্নিত করে রাখতে হবে কিছু লোক এই সামপ্রদায়িকতার পেছনে ইন্ধন দেয় তিনি বলেন এদেরকে যদি আমরা চিনে রাখতে পারি তাহলে ভবিষ্যতে তারা কোনদিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারবে না। তিনি বলেন ঝগড়া করার সুযোগ নেই পুলিশও জিরো টলারেন্স মেইনটেইন করে চলে কেউ অবৈধ করলে আমাদেরকে সুপারিশ করার সুযোগ থাকে না এর আগেই পুলিশ মামলা দিয়ে চালানের ব্যবস্হা করে দেয়।
শাল্লা থানা কতৃক ‘ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তারা আরো বলেন শাল্লায় সামাজিক সমস্যা অন্যান্য জায়গার তুলনায় একেবারেই কম। যেটা আছে এটা টলারেবল আমরা আমাদের ছেলেমেয়েদের ঠিকমতো দেখাশোনা করতে হবে সন্ধার পরে তারা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেসব দিকে খেয়াল রাখতে হবে। জুয়া,মাদক যদি কোন জায়গাতে হয় আপনারা আমাদেরকে তথ্য দিবেন কারন পুলিশ জনগণের বন্ধু। বক্তারা বলেন একটা অপরাধ প্রথমে ছোট থাকে আস্তে আস্তে এটা বড় ধরনের আকার ধারণ করতে থাকে বড় ধরনের আকার ধারণ করার আগেই আপনারা আমাদেরকে তথ্য দিতে হবে। মাদকের কাছ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান বক্তারা।
১৬ এপ্রিল রোববার পুরাতন উপজেলা পরিষদ ভবনের সামনে বিকাল ৩টায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানটি পালন করা হয়। সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) জাহিদ হাসান খানের সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাশ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস,সদস্য সত্যব্রত সরকার দ্বিজেন্দ্র,ইউপি সদস্য তৈয়বুর রহমান,যুবলীগ নেতা ফখরুল ইসলাম,গণমাধ্যম কর্মী সহ আরো অনেকেই।