চ্যাম্পিনস লিগে অন্যতম সফল দলগুলোর একটি বায়ার্ন মিউনিখ। শিরোপা ঘরে তুলেছে ৬বার। তাছাড়া ইউরোপের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আলাদা ইতিহাস-ঐতিহ্যও আছে। কিন্তু মাঠের লড়াইয়ে সেসবের ছাপ রাখতে পারলো কই? ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে এখন মিরাকলের স্বপ্ন দেখছেন বায়ার্ন কোচ টমাস টুখেল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ রাত ১টায় তারা অগ্নিপরীক্ষার মুখোমুখি।সিটির ঘরের মাঠে রীতিমত বিধ্বস্ত হয়েছে বায়ার্ন। দাপট দেখিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে। দ্বিতীয় লেগটা বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় হলেও টুখেল জানেন কী ধরনের অসম্ভব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা। তাইতো বলেই ফেলেছেন, ‘আমাদের এখন মিরাকল প্রয়োজন।’প্রথম লেগেই বোঝা গেছে ম্যানসিটি কী রকম অপ্রতিরোধ্য। সেই জায়গায় সেমিতে যেতে হলে ৪ গোলে জিততে হবে বায়ার্নের। ম্যাচ টাইব্রেকারে নিতে হলেও ব্যবধান রাখতে হবে ৩-০! টুখেল নিজেও মানছেন এটা রীতিমত বড় পর্বতারোহণের সমান, ‘এটা কঠিন। একেবারে বড় পর্বত আরোহণের সমান। নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। তবে আমরা স্বপ্ন দেখতে চাই না। আমার কাছে স্বপ্ন দেখা মানে ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার মতোন। আমরা যদি একটা কাজ ঠিকমতো করতে না পারি। তাহলে এক সেকেন্ডের জন্যও ঘুমাতে পারবো না।’বায়ার্ন ইতিহাস সমৃদ্ধ হলেও সিটি সেই জায়গায় এখনও ব্যর্থ। সর্বশেষ ২০২১ সালে এই টুখেলের চেলসির কাছে পরাজিত হয়ে প্রথম শিরোপা থেকে বঞ্চিত হয়েছে। তার ওপর গত মৌসুমে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে হার দেখেছে রিয়াল মাদ্রিদের কাছেও। পেপ গার্দিওলা এক সময় এই বায়ার্নেরই কোচ ছিলেন। জার্মান ক্লাবটির ইতিহাস নিয়ে অবগত থাকলেও তিনি সেসবকে আমলে নিচ্ছেন না, ‘আমরা ওদের ইতিহাসের মুখোমুখি হচ্ছি না। ১১ জনের মুখোমুখি হচ্ছি।’একই সময়ে রাতে মুখোমুখি হবে ইন্টার মিলান-বেনফিকাও। ইন্টার প্রথম লেগটা বেনফিকার মাঠে ২-০ গোলে জিতেছে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










মিরাকলের আশায় বায়ার্ন
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- ৫৬৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ