চট্টগ্রামের ১০ আসনে নির্বাচন করছেন দিরাই চন্ডিপুর গ্রামের সন্তান ও সাবেক পৌর মেয়র প্রার্থী রশিদ মিয়া। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মনোনীত প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ নিবেন। বর্তমানে রশিদ মিয়া ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন । গত ৬ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে রশিদ মিয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮নং শুলকবহর, ১১নং দক্ষিণ কাট্টলী, ১২নং সরাইপাড়া, ১৩নং পাহাড়তলী, ১৪নং লালখান বাজার, ২৪নং উত্তর আগ্রাবাদ, ২৫নং রামপুর ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন গঠিত। এ আসনের নির্বাচিত সংসদ সদস্য ডা. আফছারুল আমিন গত ২ জুন মারা যাওয়ার পর ৩ জুলাই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ আসনে এবার প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. মহিউদ্দিন বাচ্চু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত রশিদ মিয়া, জাতীয় পার্টি মনোনীত মো. সামসুল আলম ও তৃণমূল বিএনপির মনোনীত দীপক কুমার পালিত।