দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বর্ণাঢ্য র্যালী দিরাই পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ, পৌরসভার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা গান মিলনায়তন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে ও মৎস্য খামারি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম । উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাফর ইকবাল, পৌর আওয়ামী মৎস্য লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী প্রমুখ।সভায় কার্প মাছ উৎপাদনে সফল মৎস্য খামারি হিসেবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, তেলাপিয়া মাছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী ও পাঙ্গাশ মাঝে সফল মৎস্য খামারির মনোনিত হন ইকবাল চৌধুরী। সভাশেষে তাদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সভায় বক্তারা বলেন, মাছ হচ্ছে দিরাই বাসীর প্রাণ। উপজেলার একটি বিশাল জনগোষ্ঠীর জীবন জীবিকার একমাত্র অবলম্বন হচ্ছে মাছ চাষ। একসময় আমাদের হাওর খালবিল, নদী নালা দেশিয়ে মাছের অভয়াশ্রম ছিল, মৎসজীবিরা মাছ বিক্রি করে অনেক টাকা উপার্জন করতো, কালের আবর্তে আমাদের হাওর নদী মাছ শুন্য হতে চলছে। হাজার মৎস্য ভান্ডার রক্ষায় নদী, হাওর খনন,মাছের প্রজনন বিস্তার ও মাছের নিরাপদ অভয়াশ্রম তৈরী করতে সরকারের পাশাপাশি আমাদের সকল কে একহয়ে কাজ করতে হবে ।