ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শাল্লায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দিরাই শাল্লার সম্পৃতি রক্ষায় পাবেল চৌধুরীর আহ্বান Logo শান্তিগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo টাঙ্গুয়ার হাওরে গড়ে উঠছে পর্যটক সেবা কেন্দ্র: জানালেন অতিরিক্ত ডিআইজি (নৌ পুলিশ) Logo শান্তিগঞ্জে জব্বার ডাকাত গ্রেফতার Logo সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত পংকজসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৩৫০ ইয়াবা Logo শান্তিগঞ্জে বৃদ্ধের মানহানি করায় পুলিশ সদস্য আল আমিনের শাস্তির দাবীতে মানববন্ধন Logo শান্তিগঞ্জে জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার Logo দোয়ারাবাজারে একাধিক মামলার আসামী ভূমি খেকু আওয়ামী লীগ নেতা আনু গ্রেপ্তার Logo শান্তিগঞ্জে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার Logo শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাঁধা, থানায় অভিযোগ দায়ের

দোয়া কবুলের তিন সময়

সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেননা আল্লাহ তাআলা সেজদার সময় সবচেয়ে নিকটবর্তী থাকেন। সেজদা হলো সকল ইবাদতের শ্রেষ্ঠ অংশ। আল্লাহর কাছে কোনোকিছু চাওয়ার তথা দোয়া করার ইচ্ছায় এবং শুকরিয়াস্বরূপ সেজদার নিয়ম রয়েছে।

আসলে সেজদা হলো আল্লাহর প্রাপ্য। পৃথিবীর সবকিছুই মহান আল্লাহর জন্য সেজদা করে। ইরশাদ হয়েছে, ‘আর আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভোমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহও (সেজদা করে) সকালে ও সন্ধ্যায়—ইচ্ছায় ও অনিচ্ছায়।’ (সুরা রাদ: ১৫)

সেজদায় গিয়ে দোয়া করতে উৎসাহিত করেছেন নবীজি (স.)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয়, যখন সেজদারত থাকে। অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো।’ (মুসলিম: ৪৮২)

ফেরেশতারাও মহান আল্লাহর উদ্দেশে সেজদা করেন। ইরশাদ হয়েছে, ‘তারা কি আল্লাহর সৃষ্ট বস্তুসমূহের প্রতি লক্ষ করে না। তাদের ছায়া ডানে ও বাঁয়ে ঢলে পড়ে আল্লাহর প্রতি সেজদাবনত হয় বিনীতভাবে? আসমান ও জমিনে যত প্রাণী আছে, সবই আল্লাহকে সেজদা করে এবং ফেরেশতারাও। আর তারা অহংকার করে না।’ (সুরা নাহল: ৪৮-৪৯)

তবে, তবে কেউ কেউ এই সেজদার ক্ষেত্রেও আদব রক্ষার কথা বলেছেন। সেজদা যেহেতু নামাজের রুকন, তাই সেজদার আদব রক্ষার্থে কেবলামুখী হওয়া, সতর ঠিক রাখা, অজু থাকা ইত্যাদিকে উত্তম বলেছেন তারা।

অতএব, যেকোনো সময় দোয়া করতে হলে আল্লাহর হামদ এবং নবীজির ওপর দরুদ পাঠের পর দুরাকাত নামাজের সেজদায় গিয়ে অথবা সিঙ্গেল সেজদায় গিয়ে দোয়া করলে কবুল হবে ইনশাআল্লাহ। নবীজি (স.) সেজদায় কখনো কখনো তাসবিহের সঙ্গে এ দোয়াটি পড়তেন— سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি। অর্থ: হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আমি আপনার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ্‌! আমাকে ক্ষমা করে দিন। (বুখারি: ৭৬১; মুসলিম: ৪৮৪)

আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার জন্য এবং দোয়া কবুলের জন্য আরেকটি সুন্দর সময় হলো ভোর রাত। এই সময় সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তখন আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসেন বান্দার ডাক শোনার জন্য। হাদিসে এসেছে— ‘আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব! কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব! আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব!’ (সহিহ বুখারি: ১১৪৫, মুসলিম: ৭৫৮)

দোয়া কবুলের আরেকটি অন্যতম সময় হলো আরাফাতের দিন। সেদিন ওই ময়দানে থাকাবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, ‘আরাফার দিনের মতো আর কোনোদিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন, কী চায় তারা? (সহিহ মুসলিম: ১৩৪৮)

জাবের (রা.)-এর বর্ণনায় এসেছে, সেদিন আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো- আমার বান্দারা উস্কোখুস্কো চুলে, ধুলোমলিন বদনে, রোদে পুড়ে দূর-দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী। অথচ তারা আমার আজাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনোদিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না।’ (সহিহ ইবনে হিব্বান: ৩৮৫৩)

অতএব, সেজদা শুকরিয়াস্বরূপ দেওয়া যায়, দোয়া করার জন্যও দেওয়া যায়। যেকোনো বিষয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়েন এবং আল্লাহর কাছে দোয়া করেন। ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তাওফিক দান করুন। আমিন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শাল্লায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দিরাই শাল্লার সম্পৃতি রক্ষায় পাবেল চৌধুরীর আহ্বান

দোয়া কবুলের তিন সময়

আপডেট সময় ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেননা আল্লাহ তাআলা সেজদার সময় সবচেয়ে নিকটবর্তী থাকেন। সেজদা হলো সকল ইবাদতের শ্রেষ্ঠ অংশ। আল্লাহর কাছে কোনোকিছু চাওয়ার তথা দোয়া করার ইচ্ছায় এবং শুকরিয়াস্বরূপ সেজদার নিয়ম রয়েছে।

আসলে সেজদা হলো আল্লাহর প্রাপ্য। পৃথিবীর সবকিছুই মহান আল্লাহর জন্য সেজদা করে। ইরশাদ হয়েছে, ‘আর আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভোমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহও (সেজদা করে) সকালে ও সন্ধ্যায়—ইচ্ছায় ও অনিচ্ছায়।’ (সুরা রাদ: ১৫)

সেজদায় গিয়ে দোয়া করতে উৎসাহিত করেছেন নবীজি (স.)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয়, যখন সেজদারত থাকে। অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো।’ (মুসলিম: ৪৮২)

ফেরেশতারাও মহান আল্লাহর উদ্দেশে সেজদা করেন। ইরশাদ হয়েছে, ‘তারা কি আল্লাহর সৃষ্ট বস্তুসমূহের প্রতি লক্ষ করে না। তাদের ছায়া ডানে ও বাঁয়ে ঢলে পড়ে আল্লাহর প্রতি সেজদাবনত হয় বিনীতভাবে? আসমান ও জমিনে যত প্রাণী আছে, সবই আল্লাহকে সেজদা করে এবং ফেরেশতারাও। আর তারা অহংকার করে না।’ (সুরা নাহল: ৪৮-৪৯)

তবে, তবে কেউ কেউ এই সেজদার ক্ষেত্রেও আদব রক্ষার কথা বলেছেন। সেজদা যেহেতু নামাজের রুকন, তাই সেজদার আদব রক্ষার্থে কেবলামুখী হওয়া, সতর ঠিক রাখা, অজু থাকা ইত্যাদিকে উত্তম বলেছেন তারা।

অতএব, যেকোনো সময় দোয়া করতে হলে আল্লাহর হামদ এবং নবীজির ওপর দরুদ পাঠের পর দুরাকাত নামাজের সেজদায় গিয়ে অথবা সিঙ্গেল সেজদায় গিয়ে দোয়া করলে কবুল হবে ইনশাআল্লাহ। নবীজি (স.) সেজদায় কখনো কখনো তাসবিহের সঙ্গে এ দোয়াটি পড়তেন— سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি। অর্থ: হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আমি আপনার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ্‌! আমাকে ক্ষমা করে দিন। (বুখারি: ৭৬১; মুসলিম: ৪৮৪)

আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার জন্য এবং দোয়া কবুলের জন্য আরেকটি সুন্দর সময় হলো ভোর রাত। এই সময় সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তখন আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসেন বান্দার ডাক শোনার জন্য। হাদিসে এসেছে— ‘আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব! কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব! আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব!’ (সহিহ বুখারি: ১১৪৫, মুসলিম: ৭৫৮)

দোয়া কবুলের আরেকটি অন্যতম সময় হলো আরাফাতের দিন। সেদিন ওই ময়দানে থাকাবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, ‘আরাফার দিনের মতো আর কোনোদিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন, কী চায় তারা? (সহিহ মুসলিম: ১৩৪৮)

জাবের (রা.)-এর বর্ণনায় এসেছে, সেদিন আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো- আমার বান্দারা উস্কোখুস্কো চুলে, ধুলোমলিন বদনে, রোদে পুড়ে দূর-দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী। অথচ তারা আমার আজাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনোদিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না।’ (সহিহ ইবনে হিব্বান: ৩৮৫৩)

অতএব, সেজদা শুকরিয়াস্বরূপ দেওয়া যায়, দোয়া করার জন্যও দেওয়া যায়। যেকোনো বিষয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়েন এবং আল্লাহর কাছে দোয়া করেন। ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তাওফিক দান করুন। আমিন।