জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদরে কেন্দ্রীয় জামে মসজিদে প্রাঙ্গণে জামালগঞ্জ ফায়ার ষ্টেশন লোকজন বাদ আছর মুসল্লীদের নিয়ে আগুনের দূর্ঘনা মূলক পরিস্থিতিতে কি পদক্ষেপ নিলে আগুন নিবানো ও নিয়োন্ত্রন করা বা রক্ষা পাওয়া যায় এ বিষয়ে কি কার্যকরী কৌশল অবল্বন করা দরকার, সচেতনতা মুলক মহরা প্রোগ্রামে দিক নির্দেশনা মূলক আলোচনা উপস্থাপন করেন, ফায়ার ষ্টেশনের ইন্চার্জ বিজয় শিংহ তিনি ষ্টেশনের আরও সদস্যদের নিয়ে বাস্থবে ড্রামে আগুন জ্বালিয়ে তাৎক্ষনি বস্তা পানি দিয়ে বিজিয়ে ঝাপ দিয়ে আগুন নিবানোর কৌশল উপস্থিত মসল্লিদের মসল্লিদের দেখান বা প্রর্দশন করেন ভবিষ্যতে আগুনের ধংশাত্বক দূর্ঘনা থেকে বাচতে বাসা ঘরের দোকানে ছোইচ ইত্যা একটা নির্দিষ্ট সময় পার হলে ট্যাকনিশিয়ান দিয়ে দেখবালের আহব্বান জানিয়ে মহরা প্রোগ্রামের সমাপ্তি করেন।