শেরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মমেনা বেগম (৫২) নামে এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। গ্রেপ্তাররা হলেন আতিক মিয়া (৩৫) ও তার সহযোগী হীরা মিয়া (৩৫)।
র্যাবের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গত ৬ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার দমদমা কালিগঞ্জ এলাকার মমেনা দিনের বেলায় নিজ বাড়ির সামনে রাস্তার পাশে কাপড় শুকাতে দেন। পরে রাত ১০টার দিকে ওইসব কাপড় নিয়ে রাস্তা পাড় হওয়ার সময় কালিগঞ্জ উত্তরপাড়া-কান্দিপাড়া ব্রিজ এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় চালক আতিক মমেনার শরীরের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেয়। এ ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মমেনা। পরে ঘাতক আতিক ও তার সহযোগী হীরা মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।
স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান আরও জানান, ওই দুর্ঘটনায় স্থানীয় লোকজন গুরুতর আহত মমেনাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কতর্ব্যরত চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর নিহতের স্বামী হান্নান মিয়া (৬০) বাদী হয়ে সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। পরে একই দিন রাতে র্যাবের একটি অভিযানিক দল জেলা শহরের জেলখানা মোড় এলাকা থেকে আতিক ও তার সহযোগী হীরাকে গ্রেপ্তার করে। পরে আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞাপ্ততে উল্লেখ করা হয়।