মোঃ আলমগীর হোসেন:
উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান প্রকল্প (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। হাওর বেষ্টিত এই এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে সুচনা করবে নতুন দিগন্ত । বছরের বেশিরভাগ সময় যেখানে পরিবেশ ও আবহাওয়া খেলাধুলার অনুকূলে থাকেনা সেখানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে দিচ্ছে সারা বছর খেলাধুলার সুযোগ । বছর জুড়ে বিভিন্ন টুর্নামেন্ট থাকায় বাড়বে খেলোয়ারদের খেলার মান।জানা যায়, জিওবি,র অর্থায়নে প্রায় ৫ কোটি ব্যায়ে নির্মিত হচ্ছে স্টেডিয়ামটি। এতে ঠিকাদার প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে মমতাজ ইঞ্জিনিয়ার্স লিমিটেড। বাস্তবায়নের জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কাজের মেয়াদ কাল ৯ মাস। এলাকার ক্রীড়ামোদীরা প্রতিদিনই আসছেন নির্মাণ কাজের অগ্রগতি দেখতে। তাদের আশা দ্রুতই নির্মাণ কাজ সমাপ্তি হবে, খুলে দেওয়া হবে খেলোয়ারদের স্বপ্নের স্টেডিয়ামটি।