দিরাই প্রতিনিধি ঃ দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে দিরাইয়ে ফ্রি চক্ষু শিবির কার্যক্রম উপলক্ষে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সহ সভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, সদস্য একে কুদরত পাশা, ইমরান হোসাইন, প্রশান্ত সাগর দাস, রাম্মান আহমদ, মোস্তাহার মিয়া মোস্তাক, জীবন সুত্রধর, আক্তার সদিক, উবাইদুল হক। সুচনা বক্তব্যে এসোসিয়েশনের সমন্বয়কারী শাহজাহান সিরাজ জানান, আগামী ১লা অক্টোবর দিরাই উপজেলার শ্যামারচর বাজারে এবং ২রা অক্টোবর শাল্লা উপজেলা সদরে দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রী চক্ষু শিবির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দুই দিনের এ আয়োজনে ৩-৪হাজার হতদরিদ্র চক্ষু রোগীদের বিনে মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এর মধ্য থেকে যাদের চোখে অপারেশন লাগবে তাদের সবাইকে এসোসিয়েশনের অর্থায়নে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে। সংগঠনটির কার্যক্রমে গণমাধ্যম নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা সবাই সহযোগিতা করলে সংগঠনটি এরকম সেবা কার্যক্রম অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।
এক নজরে ,
দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ কে, এর উল্লেখ যোগ্য কর্মসূচীর মধ্যে রয়েছে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যাবস্থা , সেলাই মেশিন বিতরণ , মসজিদ মাদ্রাসা সহ অসুস্থ রোগীর চিকিৎসা সেবা হত দরিদ্র ছাত্র ছাত্রী দের চিকিৎসা সেবা , রমজান মাসে কারিয়ানা ও খতমে কুরআনের ব্যবস্থা সহ বন্যা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা নিয়ে ইউনিয়নে ইউনিয়নে হাজার হাজার রোগী কে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদানের ব্যবস্থা করা এবং বন্যা পরবর্তী কিছু অসহায় পরিবার কে ঘর মেরামত করে দেওয়া হয় , এখন চক্ষু শিবির কার্য ক্রম নিয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন সংগঠনের সদস্যবৃন্দ।