দিরাই প্রতিনিধি-গাড়িতে যাত্রী উঠানো কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪৫ জন আহত হয়েছেন। উপজেলার রাজানগর ইউনিয়নের গছিয়া ও জকিনগর গ্রামবাসীর মধ্যে গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত গছিয়া গ্রামের জয়নুল (৩৫)জুনেদ(২৬)সজিদ(৪০)লিপু(৪০)সোহান(৩০)সাকিল(১৬)জকিনগর গ্রামের আমির হোসেন (৪০)এরশাদ( ৬০)হাবিবুর (৩০)মাহবুব (১৮)আলমগীর (২৬)শহীদুজ্জামান(২০)আনোয়ার (৩০)ও রুবেল (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা দিরাই হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি চালক জকিনগর গ্রামের আনোয়ার ও গছিয়া গ্রামের সোহানের মধ্যে গাড়িতে যাত্রী উঠানো কে কেন্দ্র করে কথা কাটাকাটি ও পরে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হন। অন্তত দুই ঘন্টা ব্যাপী দুই গ্রামবাসী ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের সংঘর্ষে লিপ্ত হন। পুলিশ গিয়ে সংঘর্ষ বন্ধ করে। দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিবেশ শান্ত। এখনো কেউ মামলা করেন নি
ঢাকা
,
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৪৫
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- ৫৮৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ