স্টাফ রিপোর্টারঃ মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম,এ মান্নান এর সঙ্গে বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎকরেন।
বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য জনাব,এম,এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শান্তিগঞ্জ,উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মঙ্গল বার সকাল সাড়ে দশটায় শান্তিগঞ্জ এম,পি মান্নানের ব্যক্তিগত কার্যালয় হিজল বাড়িতে তারা এই সাক্ষাৎ করেন। এসময় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক খোঁজ খবর নেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম,এ মান্নান এম,পি ।তিনি বলেন শিক্ষকরা হচ্ছে জাতির আলোক প্রদীপ তারা সর্বদা জ্ঞানের আলো বিকশিত করে জাতিকে আলোর পথে নিয়ে আসে।তিনি বেসরকারি সকল শিক্ষকদের উল্লেখ করে বলেন আপনারা যারা নিজে শ্রম দিয়ে,মেধা দিয়ে অল্প পয়সায় বিনা পারিশ্রমিকে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন আমি আপনাদের সকল বেসরকারি প্রতিষ্ঠান কে সরকারি করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী কে বলব এবং আমি আমার যথা সাধ্য চেষ্টা করব আপনাদের এই পরিশ্রম কে মূল্যায়ন করার ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।
এসময় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জুয়েল আহমেদ , প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব পাগলা এর পক্ষে রাজিব ,শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জয় কলস এর পক্ষে জাহাঙ্গীর, খুদিরাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব পাগলার পক্ষে আলতাফ, পশ্চিম পাথারিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পাথারিয়া এর পক্ষে মান্নার মিয়া,এবাদূর রহমান,রহিমা বেগম,ডুংরিয়া দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জয়কলস,এর পক্ষে নিজাম উদ্দিন, ডুংরিয়া নোয়াগাওঁ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জয়কলস, এর প্রধান শিক্ষক নাজমুল আহমদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।