স্টাফ রিপোর্টারঃ শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কান্দিগাঁও গ্রামে প্রতিপক্ষের সংঘর্ষের আঘাতে বন্যা পাল (২০) নামে এক কলেজছাত্রী আহত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি ) দুপর ২টায় এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে শান্তিগঞ্জ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত বন্যাপাল কান্দিগাঁও গ্রামের হরকুমার পাল(৫৫) এর মেয়ে। সে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচ,এস,সি পরীক্ষার্থী।
এ ব্যাপারে জিজ্ঞাসা করলে বন্যা পালের ভাই অনুপম পাল বলেন রবিবার দুপুর ২ টায় বন্যা পাল সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচ,এস,সি টেস্ট পরীক্ষা দিয়ে বাড়িতে আসা মাত্রই সুভাষ পাল(৪০) পিতা মৃত সুধীর পাল। স্বপ্না পাল(৩৫) স্বামী সুভাষ পাল, সুবল পাল(২১) পিতা সুভাষ পাল পৃর্বের জের ধরে হঠাৎ আক্রমণ করে এলপ্যাথারি মারধর করে মারাত্মক ভাবে আহত করে। পরে এ ঘটনা কে কেন্দ্র করে শান্তিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।
প্রতিপক্ষ সুভাষ পালের স্ত্রী স্বপ্না পাল কে জিজ্ঞাস করলে তিনি বলেন, ২১ ই ফেব্রুয়ারি দুপুর ৩ ঘটিকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ধনাই পাল(৪০) এর ছেলে অমিত পাল (১৬) এবং জগন্নাথ পালের ছেলের উৎস পাল (১০) এর মধ্যে কথা কাটাকাটি নিয়ে একটি সংঘর্ষ ঘটেছিল। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো: মিজানুর রহমান কে ডেইলি পাথারিয়া ইউপি প্রতিনিধি মোবাইল কলে জিজ্ঞাস করলে তিনি বলেন ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হউক।