ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ: ব্যবসায়ীদের হারিয়ে বিজয়ী ইসলামী ব্যাংক পাগলা বাজার Logo জামায়াতের সমাবেশে কত খরচ হয়েছে, জানালেন দলের আমির Logo শান্তিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন Logo দোয়ারাবাজারে জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান Logo অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে Logo ফিটনেসবিহীন রাষ্ট্রব্যবস্থার বোঝা তরুণদের ঘাড়ে চাপিয়েছে সরকার: সুনামগঞ্জে নাহিদ ইসলাম Logo সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মুশতাক Logo দিরাইয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, আহত ৬ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও সুকান্ত সাহা

ছিনতাই করে পালোনোর সময় সিএনজি সহ চার ছিনতাইকারী জনতার হাতে আটক

হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ গোলাপগঞ্জের ধারাবহ‌র এলাকায় সিএনজি-যোগে  ছিনতাই ক‌রে পা‌লি‌য়ে যাওয়ার সময় জনতার ধাওয়া করে সিএন‌জিচালিত অ‌টো‌রিকশাসহ ৪ ছিনতাকারীকে আটক ক‌রে‌ এবং তাদের পু‌লি‌শের হা‌তে সোপর্দ করে।

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) সন্ধ্যা পৌ‌নে ৭টার সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়‌কের ধারাবহর নামক স্থানে  এ ঘটনা ঘ‌টে।

আটককৃত ছিনতাইকারীরা- গোলাপগঞ্জ উপ‌জেলার ভা‌দেশ্বর ইউ‌নিয়নের পূর্বভাগ রাজাপুর গ্রা‌মের আব্দুল হান্না‌নের ছেলে সিএন‌জি অ‌টো‌রিকশা চালক লা‌য়েক আহমদ, একই গ্রা‌মের মারুফ মিয়ার ছেলে রাজ‌মি‌ন্ত্রির জোগা‌লি, আশুক আলীর ছেলে সা‌নি ও রাজু আহম‌দের ছেলে রিপন। আটককৃতদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে, ধারাবহর গ্রা‌মের প্রতাপ চন্দ্র নাথ না‌মের যুবক ফোনে কথা বল‌তে বল‌তে হে‌টে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় পেছন দিক দি‌য়ে আসা সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারাবহর একমাইল বাজার দি‌য়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় প্রতাপ অন্যজনের ফোন দিয়ে কল করে একমাইল বাজারের একজন ব্যবসায়ীকে বিষয়টি জানালে তারা রাস্তায় গাছ ফে‌লে অটোরিকশাসহ ছিনতাইকারীদের আটক করেন।৷ খবর পে‌য়ে গোলাপগঞ্জ ম‌ডেল থানা পু‌লিশ ও ভা‌দেশ্বর মোকামবাজার সিএন‌জি অ‌টো‌রিকশা স‌মি‌তির নেতৃবৃন্দ ঘটনাস্থ‌লে যান এবং পুলিশ ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়।

গোলাপগঞ্জ ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের বলেন- ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ: ব্যবসায়ীদের হারিয়ে বিজয়ী ইসলামী ব্যাংক পাগলা বাজার

ছিনতাই করে পালোনোর সময় সিএনজি সহ চার ছিনতাইকারী জনতার হাতে আটক

আপডেট সময় ১০:৪০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ গোলাপগঞ্জের ধারাবহ‌র এলাকায় সিএনজি-যোগে  ছিনতাই ক‌রে পা‌লি‌য়ে যাওয়ার সময় জনতার ধাওয়া করে সিএন‌জিচালিত অ‌টো‌রিকশাসহ ৪ ছিনতাকারীকে আটক ক‌রে‌ এবং তাদের পু‌লি‌শের হা‌তে সোপর্দ করে।

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) সন্ধ্যা পৌ‌নে ৭টার সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়‌কের ধারাবহর নামক স্থানে  এ ঘটনা ঘ‌টে।

আটককৃত ছিনতাইকারীরা- গোলাপগঞ্জ উপ‌জেলার ভা‌দেশ্বর ইউ‌নিয়নের পূর্বভাগ রাজাপুর গ্রা‌মের আব্দুল হান্না‌নের ছেলে সিএন‌জি অ‌টো‌রিকশা চালক লা‌য়েক আহমদ, একই গ্রা‌মের মারুফ মিয়ার ছেলে রাজ‌মি‌ন্ত্রির জোগা‌লি, আশুক আলীর ছেলে সা‌নি ও রাজু আহম‌দের ছেলে রিপন। আটককৃতদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে, ধারাবহর গ্রা‌মের প্রতাপ চন্দ্র নাথ না‌মের যুবক ফোনে কথা বল‌তে বল‌তে হে‌টে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় পেছন দিক দি‌য়ে আসা সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারাবহর একমাইল বাজার দি‌য়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় প্রতাপ অন্যজনের ফোন দিয়ে কল করে একমাইল বাজারের একজন ব্যবসায়ীকে বিষয়টি জানালে তারা রাস্তায় গাছ ফে‌লে অটোরিকশাসহ ছিনতাইকারীদের আটক করেন।৷ খবর পে‌য়ে গোলাপগঞ্জ ম‌ডেল থানা পু‌লিশ ও ভা‌দেশ্বর মোকামবাজার সিএন‌জি অ‌টো‌রিকশা স‌মি‌তির নেতৃবৃন্দ ঘটনাস্থ‌লে যান এবং পুলিশ ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়।

গোলাপগঞ্জ ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের বলেন- ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।