সুমন রহমান:
সুনামগঞ্জের দিরাইয়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে বিধবা কার্ড বাতিলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সরমংগল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিলাল আহমদের বিরুদ্ধে ধনপুর গ্রামের বিধবা মদিনা বেগম এ অভিযোগ করেন।
জানা যায়, ১৪ বছর পূর্বে মদিনা বেগমের স্বামী মারা যান। মদিনার ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। স্বামীর মৃত্যুর পর থেকে মদিনা বেগম দিনমজুরের কাজ করেন। এভাবে দুই সন্তানকে লালন-পালন করে বড় করেন তিনি।
জানা যায়, বিলাল আহমদ ইউপি সদস্য হওয়ার পর থেকেই বিভিন্ন বাজে ইশারা করতেন। এক মদিনা বেগমকে হুমকিও দেন যে, কথা অমান্য করলে সব সরকারি সুবিধা থেকে বঞ্চিত করবেন।
পরবর্তীতে মদিনা বেগমের নামে থাকা বিধবা কার্ডটি বাতিল হয়ে যায়। এবিষয়ে ভুক্তভোগী মদিনা বেগম গত ১৮ জুলাই উপজেলা ইউএনও বরাবর বিলাল আহমেদের বিরুদ্ধে একটি অভিযোগ প্রদান করেন। যা তদন্তনাধীন।
অভিযুক্ত ইউপি সদস্য বিলাল আহমেদকে এবিষয়ে দ্য নিউজ জিজ্ঞেস করলে তিনি জানান, প্রতি মাসে খাদ্য প্রকল্পের আওতায় মদিনা বেগমকে ৪৫০ টাকায় ৩০ কেজি চাল দেওয়া হয়। এজন্য বিধবা কার্ডটি বাতিল করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী মদিনা বেগম ইউপি সদস্যের এই কথাকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেন। তিনি বলেন, তিনি গত জানুয়ারি মাস থেকে সরকারি কোনো সহায়তা পাচ্ছি না।