শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় রাজীব চৌধুরী মেধা বৃত্তি অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শাল্লা সদরস্হ ডুমরা মিশন রোডে ই-প্লানেটের নিজস্ব অফিসে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ শহরে সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলার ভোলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব চৌধুরীর নামে বৃত্তি পরীক্ষাটি নেওয়া হয়েছে।
শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ই-প্লানেট এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সীমান্ত তালুকদার সুমনের উদ্যােগে ৫ম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরিক্ষা নেওয়া হয়েছে। ট্যালেন্টপুলে ১০ জন শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার দেওয়া হয়েছে। এতে ট্যালেন্টপুলে ১ম হয়েছেন ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সমৃদ্ধি সরকার দিয়া।
সীমান্ত তালুকদার সুমন জানান,আমাদের সহকর্মী রাজীব চৌধুরীকে স্মরণ রাখতেই মূলত এই উদ্যােগটি নেওয়া হয়েছে। প্রতিবছরই এই মেধাবৃত্তি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এদিকে মেধাবৃত্তি পরীকটি অনুষ্ঠিত হওয়ার পূর্বে রাজীব চৌধুরী স্মরণে সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
উল্লেখ্য রাজীব চৌধুরীও ই-প্লানেটের একজন শিক্ষক ছিলেন। গত ৬ নভেম্বর রাতে সুনামগঞ্জ পিটিআইয়ের সামনে সড়ক পারাপারের সময় অটোরিকশার চাপায় শিক্ষক রাজীব চৌধুরী গুরুতর আহত হয়ে ৮ নভেম্বর রাতে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।