স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি রোগবালাই কম হওয়ায় পাকা ধানের শীষে যেন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। এই মুহূর্তে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজে পুরোদমে ব্যস্ত কৃষকরা।
সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠজুড়ে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আর এই ধান কাটা ও মাড়াই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের কর্মব্যস্ততা দেখা যায়। কৃষি অফিসের পরামর্শ নিয়ে সঠিক সময়ে চারা রোপণ, সার, কীটনাশক ছিটানোসহ নিয়মিত পরিচর্যা করেছেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলায় এ বছর ২ হাজার ১৫৬ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আবাদ হয়েছে ২ হাজার ১৬৫ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। এতে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ৮ হাজার ২৪৬ মেট্রিক টন ধরা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৩৯ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। কম্বাইন হারভেস্টারে দ্রুত ধান কাটতে পায়ায় স্বস্তি প্রকাশ করছেন কৃষকরা।
জয়কলস ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা উমায়েদ নূর বলেন, আমন রোপনের পর থেকেই ভালো ফলনের জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সার্বক্ষণিক পাশে আছি আমরা। এবার আমার জয়কলস ইউনিয়সহ উপজেলায় সর্বত্র উন্নত জাতের বীজ ব্যবহার করায় লক্ষ্যমাত্রার চেয়েও ফলন বেশি হয়েছে। জয়কলস ইউনিয়নের সদরপুর গ্রামের কৃষক সেজু মিয়া জানান, দুই। বিঘা জমিতে ধান আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় ৩৬ মণ ধান পেয়েছেন। এখন সেই জমিতে তিনি সরিষা চাষ করবেন। কান্দিগাঁও গ্রামের আরেক কৃষক শহিদ মিয়া বলেন, ১০ বিঘা জমিতে আমন চাষ করেছি। ইতোমধ্যে কিছু জমির ধান কেটে ঘরে তুলেছি। এক সপ্তাহের মধ্যে পুরাপুরি ধান কাটা শেষ করতে পারব। আবহাওয়া অনুকূলে থাকায় পোকামাকড় ধানের কোনো ক্ষতি করতে পারেনি। আশা করি লাভবান হবো। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব বলেন, চলতি রোপা আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে, যা ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অল্প দিনে রোপা আমন ধান ঘরে উঠার ফলে কৃষকরা সহজেই সরিষা চাষে যেতে পারবেন। আশা করি আগামীতে এ উপজেলায় রোপা আমন ধানের আবাদ আরো বাড়বে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ বাম্পার ফলনে শান্তিগঞ্জের কৃষকের মুখে হাসি
জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅদ্ভুত্থানে আহত ও শহীদদের স্মরণে ছাতকে স্মরণ সভা
বালি মহালে ইজারা পদ্বতি বাতিলের দাবিতে মানববন্ধন
ছাতকে আওয়ামিলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার
পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
জগন্নাথপুরের ওসি মোখলেছুর রহমান আকন্দকে শিবির কর্মী বলে প্রচারণা চালানোয় জগন্নাথপুর উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
শান্তিগঞ্জের জয়সিদ্ধি-বসিউয়াখাউরী গ্রামে বিএনপির কর্মী সভা
জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলার ৬ নং রাণীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন
পরিবেশ নষ্ট করে কোন বাঁধ নির্মাণ হবেনা – পরিবেশ উপদেষ্টা
চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ বাম্পার ফলনে শান্তিগঞ্জের কৃষকের মুখে হাসি
- মান্নার মিয়া
- আপডেট সময় ০৮:১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- ৫০১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ