জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
জগন্নাথপুরে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জগন্নাথপুর উপজেলার কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর তাহফিমুল হাসান আবির (১৬) জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মোঃ আমির হোসেন ও মাতা স্কুল শিক্ষিকা সুলতানা জাহান নীলার একমাত্র
পুত্র ও জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী। নিহত আবির পিতা মাতার সাথে জগন্নাথপুরে পৌরশহরে একটি ভাড়া বাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ী শান্তিগন্জ উপজেলার হলদারকান্দি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবির ও তার সম্পর্কে চাচা আবু তালেব মোটরসাইকেলযোগে নিজ গ্রাম হলদারকান্দি থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল সংঘর্ষে বাঁধে। এতে আবির ও তালেব আহত হয়। গুরুতর আহত আবিরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহত আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা শেষে জগন্নাথপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। মরদেহ জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিমাগারে রাখা হয়েছে।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










জগন্নাথপুরে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
-
জামাল উদ্দিন বেলাল
- আপডেট সময় ০৯:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- ৫৪৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ