স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষনা করে এডহক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে পৌর শহরের জালাল সিটি কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের পরিচালনায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়৷ সভায় কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরে সোয়েব হাসানকে আহবায়ক, জিয়াউর রহমান লিটন, ইমরান হোসাইন, মোশাহিদ আহমদ ও সাইদুর রহমাকে সদস্য করে ৩ মাস মেয়াদি এডহক কমিটি ঘোষণা করা হয়। সভায় নতুন সদস্য অর্ন্তভুক্তি, সুষ্টভাবে নির্বাচন সম্পন্ন করা ও অনুষ্ঠিত মেধা বৃত্তির পুরস্কার বিতরণী সহ সার্বিক বিষয়ে আলোচনা করে সভা সমাপ্তি ঘোষনা করা হয়৷ এতে প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি শাহজাহান মাহমুদ হেলাল,কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস,সদস্য শাজাহান সিরাজ, উবাইদুল হক, জীবন সূত্রধর উপস্থিত ছিলেন।