স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ১টি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে।
সোমবার(৩ মার্চ) ভোরে ময়মসসিংহ থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী নাসিরাবাদ পরিবহনের একটি বাস (নম্বর- ১৫-৮৯৯৭) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর ব্রিজ সংলগ্ন ডাবর পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ১০/১২ জন আহত হলেও তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকাল ০৬.০০ ঘটিকার সময় শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের অন্তর্গত ডাবর পয়েন্ট সংলগ্ন সিলেট টু সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি। উক্ত দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে অনুমান ১০/১২ জন আহত হন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো: সোলেমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি জয়কলস হাইওয়ে থানা পুলিশকে অবহিত করেন।
দুর্ঘটনায় কবলিত বাস উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ এর হেফাজতে আছে। বাস চালক কে গ্রেফতার করা যায় নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আকরাম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।